মুগ্ধবাংলা বিশেষ মৌসুমী সংখ্যা ১৪৩১
এবার মুগ্ধবাংলার নববর্ষ সংখ্যা প্রকাশ করে উঠতে পারিনি। তার পরিবর্তে এইবার আমরা মুগ্ধবাংলার বিশেষ মৌসুমী সংখ্যা ১৪৩১ প্রকাশ করতে উদ্যোগী হয়েছি। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আষাঢ়ের প্রথম সপ্তাহেই কমপক্ষে দুটি পূর্ণদৈর্ঘ্য কমিকস নিয়ে মুগ্ধবাংলার বিশেষ মৌসুমী সংখ্যা নিয়ে হাজির হব। সম্মানিত পাঠকগণ যদি এই সংখ্যাটিতে তার অনুদিত কোনোও কমিকস যুক্ত করতে আগ্রহী হন, তো তাদেরও স্বাগত।
29th April, 2024 7:54 PM